
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
টাকার বিনিময়ে বয়স্ক ভাতার কার্ড
দিয়ে আবার সুবিধাভোগীর সরকারি অনুদানের টাকা স্বাক্ষর জাল করে উত্তোলন করে
নেয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নং বালিয়ান
ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া চানুর বিরুদ্ধে। এনিয়ে
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে এক
ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাসনা
গ্রামের অসহায় দীনহীন, বয়োবৃদ্ধ ইব্রাহিম খলিলের কাছ থেকে উক্ত ওয়ার্ডের
ইউপি সদস্য চাঁন মিয়া চানু বয়স্ক ভাতার কার্ড দিবে বলে গত বছর ৩১০০
টাকা নেয় এবং উক্ত ব্যক্তির নামে যথারীতি কার্ডও হয়। কিন্তু কার্ডটি ইউপি
সদস্য সুবিধাভোগীর হাতে হস্তান্তর না করে নিজের কাছেই রেখে দেয় এবং
ইব্রাহিম খলিলের স্বাক্ষর জাল করে ৬ হাজার টাকা উত্তোলন করে নেয়। শুধু তাই নয়
ইউপি সদস্য চাঁন মিয়া একই কায়দায় উক্ত ওয়ার্ডের শামসুল হক ও সুলতান খলিফা
নামের আরও ২ জনের বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। জানা
যায়, বিগত দিনে ইউ,পি, সদস্য চান মিয়া ১নং ওয়ার্ডে কোন উন্নয়নের
ছোয়া লাগায়নি। ঐ প্রকল্পের অর্থগুলো দায়সাড়াভাবে কর্তৃপক্ষকে ম্যানেজ করে
আত্মসাতৎ করার অভিযোগও পাওয়া গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম সিদ্দিকী বলেন, অভিযোগ
পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে
নির্দেশ প্রদান করেছি।
ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, এলাকায় সবাই তো আমার পক্ষে না অভিযোগ
দিতেই পারে।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেছেন।