Header Image

ত্রিশাল পৌরসভাকে বঙ্গবন্ধুর স্বপ্নের নগরী হিসাবে গড়ার বাজেট ঘোষণা করলেন মেয়র আনিছ।

 

আরিফ রববানীঃ

 

মুজিব বর্ষে ত্রিশাল পৌরসভার প্রতিটি ওয়ার্ড এলাকাকে উন্নয়নের রুল মডেল হিসাবে পরিণত করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোড়গোড়ায় পৌছে দিয়ে বঙ্গকন্যার হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। একই সাথে চলমারী করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধে জয়ী হওয়ার লক্ষেও প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।

১৮ই জুন বৃহস্পতিবার সকালে চলমান করোনা
করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে পৌরসভা মিলনায়তনে ত্রিশাল পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য ১,০১,৯৮৮/ (এক লক্ষ এক হাজার নয়শত আটাশি) টাকা রাজস্ব উদ্বৃত্ত সহ ২৯,৯৯,১৭,০০০(উনত্রিশ কোটি নিরানব্বই লক্ষ সতের হাজার) টাকার বাজেট ঘোষনা করেছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,বঙ্গবন্ধু আদর্শে গড়া তরুণ রাজনীতিবিদ, ত্রিশাল পৌরসভার ২বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র এবিএম আনিসুজ্জামান।

গত তিন বছরের আয়-ব্যয় পর্যালোচনা করে রাজস্ব খাতে ৫,৯৯,১৭,০০০/ টাকা (পাঁচ কোটি নিরানব্বই লক্ষ সতের হাজার টাকা),গুরুত্বপুর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৭,০০,০০,০০০,/ (সাত কোটি) টাকা,এমজিএসপি প্রকল্পের আওতায় ১৫,০০,০০,০০০,/ (পনের কোটি) টাকা, মশক নিধন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ (কোভিট-১৯),বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২,০০,০০,০০০/ (দুই কোটি)টাকাসহ সর্বমোট ২৪,০০,০০,০০০/ (চব্বিশ কোটি) টাকা উন্নয়ন খাতে আয় ধার্য করে ২০২০-২১ অর্থ বছরের এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

পৌর পৌর সচিব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত ঘোষিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর রেজাউল করীম সেলিম, রাশিদুল হাসান বিপ্লব, আবু বকর সিদ্দিক শাহজাহান, আজহারুল ইসলাম, মেহেদী হাসান নাসিম, দুলাল মন্ড, আব্দুল্লাহ আল ফোয়াদ তরফদার, নুরুল ইসলাম শিবলু, জহিরুল হক লিটন, শামসুন নাহার, নাসিমা খাতুন, তাসলিমা আক্তারসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাজেট বক্তব্য শেষে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ত্রিশাল পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!