
মোঃ আল-আমিন, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে এক পুলিশ সদস্যের আত্মহত্যা করেছেন।গাজীপুরের নিজ বাড়িতে বডি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন ঐ পুলিশ সদস্য।
জানা গেছে,গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নীহত রবিউল আউয়াল গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম বিলাসপুর এলাকার আঃ জলিলের ছেলে।
তিনি কিশোরগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক মাস আগে তার ভাই মারা যান, ঠিক তার কয়েক মাস পরেই তার মাও মারা যান।
এরপর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে ছুটিতে বাড়ি এসে চিকিৎসা নিচ্ছিলেন।
গতকাল সন্ধ্যায় খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি।
