Header Image

অধ্যাপক ড. মুজিবুর রহমানের মৃত্যুতে ময়মনসিংহ জিলা ও বিভাগ সমিতির শোক 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা  এর সাবেক সভাপতি, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর অন্যতম উপদেষ্টা, রাজশাহী উন্নয়ন ব্যাংক ও আনসার ভিডিপি ব্যাংকের সাবেক এমডি, আইইউবিএটি এর অধ্যাপক ড. মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা  এর অন্যতম উপদেষ্টা, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা  এর নির্বাহী সহ-সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্বা  মাহফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি, শিল্পপতি এডিএম সালাউদ্দিন হুমায়ুন, সাধারন সম্পাদক আয়কর বিভাগের ডেপুটি কমিশনার, মো: জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারন সম্পাদক মো: হেলাল উদ্দীন।
উল্লেখ্য ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা  এর সাবেক সভাপতি, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা  এর অন্যতম উপদেষ্টা, রাজশাহী উন্নয়ন ব্যাংক ও আনসার ভিডিপি ব্যাংকের সাবেক এমডি, আইইউবিএটি এর অধ্যাপক ড. মুজিবুর রহমান ১৭ জুন, ২০২০ ইং বুধবার, সকাল ১১.০০ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না………রাজিউন)। মরহুমের করোনা পজিটিভ থাকায়, স্বাস্থ্যবিধি মেনে একই দিন নামাজে জানাজা শেষে ভালুকায় পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। তার ২ পুত্র আমেরিকা প্রবাসী ও ১ পুত্র যুক্তরাজ্য প্রবাসী।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে ড. মুজিবুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করত: তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত দোয়ায় মহান আল্লাহ’র নিকট মরহুম এর জন্য জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেছেন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!