by SF News
ফুলবাড়িয়া(ময়মনসিং) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোনালী ব্যাংকের ২টি ও গ্রামীণ ব্যাংকের ১টি শাখা লকডাউন করা হয়েছে। শাখা ৩টিতে পাঁচজন করোনা রোগি সনাক্ত হওয়ায় লকডাউন করা হয়। একদিকে লকডাউন অপরদিকে অর্থ বছরের শেষ জুন মাস অনেক প্রকল্পের কাজ শেষ হয়েছে কিন্তু বিল উত্তোলন করা যাচ্ছে না।
শাখা সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক ফুলবাড়িয়া শাখায় ৩জন কর্মকর্তার করোনা পজেটিভ হওয়ায় ০৮জুন হতে শাখা লকডাউন করা হয়। ১৫জুন কেশরগঞ্জ শাখায় একজন কর্মকর্তার করোনা পজেটিভ চিহ্নিত হওয়ায় ঐ শাখাটিও লক ডাউন করা হয়। যা আগামী ২৯জুন খোলার কথা। গ্রামীণ ব্যাংকের একজন কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ঐ শাখাটি ১৪জুন হতে লকডাউন করে উপজেলা প্রশাসন।
ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমান শাওন বলেন, অর্থ বছরের শেষ মাসে টানা ১৪দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকার পর সোমবার খোলার দিন থেকে অনেক চাপ পড়তেই পারে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং সেবা দেওয়া হবে। সেবা গ্রহিতারা সহযোগিতা করলে প্রয়োজনে দুপুর ২টার স্থলে আরও বেশি সময় সার্ভিস দেওয়ার চেষ্টা করা হবে।
Post Views:
৬৯১