by SF News

ভালুকা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ও আহবানে উজ্জীবিত হয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আদেশে ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী। 

স্থানীয় পৌর এলাকার পাচঁ রাস্তার মোড় হতে ভালুকা টু মল্লিকবাড়ি রোডের পাশে শতাধিক মেহগনির চারাগাছ রোপনের উদ্ভোদন করেন বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান আরিফ, আনোয়ার হোসেন তরফদার, ধীতপুর ইউনিয়নের সভাপতি স্বপন মল্লিকবাড়ি ইউনিয়নের সভাপতি পরিমল, ভালুকা ইউনিয়নের সভাপতি এনামুল হক মৃধা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক বলেন আমাদের পরিবেশ ঠিক রাখতে হলে গাছ রোপনের কোন বিকল্প নেই, সবুজ বনায়নের মাধ্যমে আমাদের দেশকে ফুলে-ফলে সমৃদ্ধ করতে হবে। করোনা ভাইরাস প্রার্দূভাব মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশের এই সংকটমূর্হুতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার আহ্বান জানান।
সভাপতি বলেন স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীরা যেন সকলকেই ৩টি করে গাছ লাগাতে হবে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।
Post Views:
১০,০১৯