Header Image

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক 

 হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে পৃথক ৩টি মাদক বিরােধী অভিযান চালিয়ে স্বামী স্ত্রী সহ ৫ মাদক চােরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া, বৈগ্রাম ও ধরন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম গ্রামের রাহানুর ইসলাম (৩২), ধাওয়া নশিপুর গ্রামের মনিরুল ইসলাম মােহন (৩০), নওয়াপাড়া গ্রামের হান্নান আলী (৪০), ও তার স্ত্রীজান্নাতি বেগম (২৩) এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আলম হােসন (৩০)।
হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গােপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফাের্স নিয়ে উপজেলা নওপাড়া গ্রামে ৫শ পিচ ইয়াবা সহ স্বামী স্ত্রী ও মনিরুল ইসলাম মােহনকে, বৈগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রাহানুরকে ২০ বােতল ফেনসিডিল ও অপরদিকে ধরন্দায় অভিযান চালিয়ে আলমকে ২৫৭ পিস ইয়াবা ট্যাবলটসহ আটক করা হয়। নিয়মিত মামলা দায়ের পূর্বক তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!