
আরিফ রববানীঃ
ময়মনসিংহর ফুলপুরে বদলী জনিত কারণে সদ্য বিদায়ী ইউএনও সাইফুল ইসলামের বিদায় ও নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে বরণ উপলক্ষে বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামে বদলি জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের যোগদান উপলক্ষে আয়োজিত এইনবিদায়-বরণ অনুষ্ঠান সোমবার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, মেয়র আমিনুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ হাকিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বসার ভূইয়া। সাংবাদিকগণের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মদ, সাইফুজ্জামান এলিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, শাহ্ নাফিউল্লাহ সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ মোতালেব সরকার, সাহিত্য ও প্রকাশনা আজাহারুল ইসলাম, প্রচার মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক তপু রায়হান রাব্বি, সাংবাদিক তাসনোভা নাসরিন নিশু, মিজানুর রহমান, আকিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম গত ২৮/৭/২০১৯ ইং তারিখ ফুলপুরে যোগদান করেছিলেন। তিনি বদলি হয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। অপরদিকে শীতেষ চন্দ্র সরকার মন্ত্রণালয় থেকে ফুলপুরে যোগদান করেছেন।