
বিশেষ প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশ জুড়ে চলছে বৃক্ষ রোপন কর্মসূচি আর সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার ৫টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ টি করে কাঠাল, পেয়ারা ও বকুল গাছ ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে রোপন করা হয়।
এই সময়ে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা আওয়াীলীগ, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ। বৃক্ষরোপন সময়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই কার্যক্রম ময়মনসিংহের প্রতিটি উপজেলায় অব্যাহত থাকবে।
