আরিফ রববানী ঃ
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী সাহসী যুদ্ধারা সাহস নিয়ে বীরের মত জীবন রেখে যুদ্ধ করেছিলেন বলে দেশ আজ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত। দেশকে রাজাকার মুক্ত করে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন বলেই বাঙ্গালী জাতি মুক্ত পরিবেশে বসবাস করছে। সেই সব মুক্তিযুদ্ধাদের একজন ময়মনসিংহ নগরীর আকুয়া জুবলী কোয়ার্টার এলাকার মুর্তজা আলী। যিনি বর্তমানে বয়সের ভারে শারিরিক ভাবে অসুস্থতায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দেশ প্রেমিক এই বীর সন্তান, অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকলেও তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছেন না কেউ এমন সংবাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির কানে পৌছলে জাতির এই বীর সন্তানের খোজ নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি।
গণমাধ্যমে মুক্তিযুদ্ধা মুর্তজা আলীর অর্থাভাবের করুণ সংবাদ প্রকাশ হলে অসুস্থ এই মুক্তিযোদ্ধার খোজ খবর নিয়ে মানবিক ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী বেগম রওশন এরশাদ এমপি তার ঐচ্ছিক তহবিল থেকে ৫০০০ (পাচঁ হাজার টাকার) আর্থিক অনুদানের বরাদ্দ দিয়েছেন।
২২শে জুন সোমবার দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধা মুর্তজা আলীর হাতে অনুদানের চেক তুলে দেন বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।
রওশন এরশাদের মহানুভবতায় আকৃষ্ট হয়ে অবহেলত ও বঞ্চিত মুক্তিযুদ্ধা মুর্তজা আলী দুচোখ জলে ছলছল করে আবেগে আপ্লোত হয়ে পড়েন।
এসময় মুক্তিযোদ্ধা মুর্তজা আলী বলেন-অমানুষের ভীরে আজো মানুষ রয়েছে। সেটাই প্রমান করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি ।