ত্রিশালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ২০ জুলাই ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেশের চলমান সমস্যা করোনা ভাইরাস এর উপর গুরুত্ব দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মন্ডল এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৬ নং ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।