Header Image

করোনা মুক্ত ওসি আমিনুল ইসলাম ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

 

মোঃআল-আমিন, গাজীপুর :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম করোনা মুক্ত হয়ে ২৪ দিন পর কর্মস্থলে যোগ দিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের (জুনের ১)তারিখে ওসি আমিনুল ইসলাম এর করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসে।

এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে তিনি থানার ভেতর একটি নির্দিষ্ট কক্ষে আইসোলেশন ছিলেন।

এর পর চলতি মাসের (জুন) ১০ তারিখে টেস্ট করালে আবারও করোনা পজেটিভ আসে তার।

এরপর তৃতীয় ধাপে টেস্ট করালে তার আবারও করোনা পজেটিভ আসে। পরবর্তীতে পরবর্তী দুই ধাপের পরীক্ষায় আজ (২৪ জুন) করোনা নেগেটিভ আসলে উর্ধতন কর্মকর্তার নির্দেশে আজই কর্মস্থলে যোগ দেন তিনি।

ওসি আমিনুল ইসলাম বলেন,আল্লাহর অশেষ রহমতে কয়েক ধাপের পরীক্ষায় পজেটিভের পর,সর্বোশেষ দুই ধাপের পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করি।পরে নির্দেশনা পেয়ে পূনরায় কর্মস্থলে যোগ দেই।

তিনি আরও বলেন,আমি অসুস্থ হওয়ার পর মাননীয় পুলিশ কমিশনার মহোদয়,স্থানীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মহোদয় আমার সার্বোক্ষণিক খোঁজখবর নিয়েছেন।তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পাশাপাশি যারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।সুস্থভাবে পুনরায় কর্মস্থলে ফিরে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।

সবার কাছে দোয়া চাই যাতে দেশের এই ক্রান্তিকালে সুস্থভাবে সামনের দিনগুলোতে জনগণের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!