Header Image

ফুলবাড়ীয়ায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগ।।

 

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আ.লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্যের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলার রাধাকানাই ইউনিয়ন আওয়ামিলীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনামোখর পরিবেশে উদযাপন উপলক্ষে ২৩শে জুন মঙ্গলবার রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও সন্ধ্যা ৮.৩০ মিনিটে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনাও চলমান মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজত চেয়ে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করা হয়।

এ সময় রাধাকানাই ইউনিয়নের ১ নং ওর্যাড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাস, ২ নং ওর্যাড সভাপতি ছফর আলী , সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম , ৫ নং ওর্যাড সভাপতি আলহাজ্ব আবু তাহের , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাস , ৬ নং ওর্যাড ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশিদ (দুদু) , ৭ নং ওযার্ড সভাপতি আব্দুস সালাম , রাধাকানাই ইউনিয়ন সাবেক যুবলীগ ও ৭নং ওর্যাড সাবেক সাধারণ সম্পাদক শামছুল হক মাস্টার , ৮ নং ওর্যাড, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, , যুবলীগের যুগ্ন আহবায়ক উমর ফারুক সেলিম ও মোস্তাফিজুর রহমান (মোস্তাক) , ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (মনজু) , ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম শুভ, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফারুক , বা: আ:লী ছাত্র পরিষদ যুগ্ন সা: সম্পাদক মাহমুদুল হাসান রুবেল । তরুণ উদীয়মান আওয়ামীলীগের নেতৃবৃন্দ সোলায়মান ইসলাম আপেল, ওলিউল্লাহ রাসেল, মাইনুল ইসলাস সোহাগ উপস্থিত ছিলেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল রহিম (বি.এস.সি), সহকারী শিক্ষক মজিবুর রহমান ও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রঘুনাথপুর SPAR এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ,মের্সাস তরফদার ব্রিকস মালিক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, কর্মী বান্ধব, দুঃখি মানুষের আশ্রয় স্থল, লক্ষ জনতার নয়নের মনি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সারোয়ার আলম রোকন তরফদারের অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগের গন্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে-ভবিষ্যতেও বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সেই লক্ষে আগামী দিনে দলকে আরো তরান্বিত করে দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামীলীলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশবাসীকে রক্ষার প্রার্থনা ও মোনাজাত পরিচালনা- ডাঃ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!