Header Image

ময়মনসিংহের ভাবখালীতে প্রধানমন্ত্রীর নির্দেশিত বৃক্ষরোপন করেছে বঙ্গবন্ধু পরিষদ,তাতীলীগ।

 

আরিফ রববানীঃ

মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলার মহিয়সী নারী,গণতন্ত্রের মানস কন্যা বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক,কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুলের ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় এবং জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুলের দিক নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ ও ইউনিয়ন তাতীলীগের নেতা কর্মীরা।

২৬শে জুন শনিবার সকালে ইউনিয়নের ভাবখালী দাখিল মাদ্রাসা,উসমান আলী মন্ডলের বাড়ী জামে মসজিদ কবরস্থান সংলগ্ন,দড়ি ভাবখালী কমিউনিটি ক্লিনিক,ভাবখালী প্রি ক্যাডেট মডেল স্কুল,পুরাতন বাজার নদীর পাড়সহ কয়কটি গুরুত্বপূর্ণ স্পটে মুজিব শতবর্ষ উপলক্ষে ফলজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির ৩৮টি গাছ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আরিফ রববানীর নেতৃত্বে ইউনিয়ন তাতীলীগের নেতা কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন- ভাবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল,বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক,ভাবখালী ইউনিয়ন তাতীলীগের আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান মানিক,আল আমিন,মোঃ শামিম, তাতীলীগ নেতা রুবেল আলী,ইসরাফিল মিয়া,তাইজুল ইসলাম,
ভাবখালী মাদ্রাসার অফিস সহায়ক শহীদুল ইসলাম,দপ্তরী সিরাজুল ইসলাম,গ্রীন মডেল শিশু একাডেমীর প্রধান শিক্ষক ফারুক হোসেন,প্রি ক্যাডেট মডেল স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন সহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!