
ইসমাইল হোসেন সোহাগঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র রোগমুক্তি কামনায় চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গ্রামবাসীর সকলের সমন্বয়ে সমবেত প্রার্থনা করা হয়।
২৮ (জুন) রোজ রবিবার সন্ধ্যা ৬ টায় চেঁদিরপুনি গ্রামের কৃতি সন্তান লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা টাইমসবাংলা৭১ ডটকম এর সম্পাদক ও প্রকাশক রতসেন বড়ুয়া’র নেতৃত্বে চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারে গ্রামের সকলকে নিয়ে সমবেত প্রার্থনা করা হয়।
চেঁদিরপুনি নন্দনকানন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির ভিক্ষু সভাপতিত্বে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র আশু রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা করার সময় আরো উপস্থিত ছিলেন চেঁদিরপুনি নন্দনকানন বিহারের আবাসিক ভিক্ষু জ্যোতি বিনয়, জ্যোতিইন্দ্র ভিক্ষু, আধুনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মৃদুল বড়ুয়া, বিহার সেবা কমিটির সাধারন সম্পাদক সুজিব বড়ুয়া, সাবেক সহ-সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র বড়ুয়া,চেঁদিরপুনি বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া, লুম্বিনী শিক্ষা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুমিত্র বড়ুয়া,
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা জয় বড়ুয়া, মিশু বড়ুয়া, বান্দরবান সরকারি কলেজে ছাত্রলীগ নেতা রবিন বড়ুয়া, সুজন বড়ুয়া।
উপস্থিত বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র নীরোগ দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।