by SF News
ভালুকা প্রতিনিধি:
ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের কেরামত আলী শেখ পিতা মৃত ইন্নছ আলী শেখ (৫৬) এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রবিবার ২৮/৬/২০২০ইং ভোর ৫ টায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,সে একটু মানসিক রোগী ছিল, পরিবার সৃত্রে জানা যায় ফজরের নামাজের আগে সে ঘর থেকে বের হয়ে আসে। পরে তার স্ত্রী সকালে বাড়ির পাশে হাটতে গিয়ে দেখে গাছের উপরে তার স্বামীর ঝুলন্ত লাশ। ধারনা করা হচ্ছে ফজরের নামাজের পরেই এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার এস আই রুহুল (২) জানান, নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ও এলাকার ৩ নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
Post Views:
২,৬০৭