Header Image

আশুলিয়া থানা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ থেকে রাজা মোল্ল্যাকে সাময়িক বহিস্কার

মৃদুল ধর ভাবন, আশুলিয়া ঃ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইনছুর আলীর নির্দেশ ক্রমে ও আশুলিয়া থানা কমিটির সভাপতি সুরুজ বেপারী সম্মিলিত হয়ে এ সিন্ধ্যান্ত উপনিত হয় যে রাজা মোল্ল্যা পারিবারীক সমস্যা কারণে আইন শৃঞ্চ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক. বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সাধারন সম্পাদক রাজা মোল্ল্যাকে সাময়িক বহিষ্কার করা হয়।২৭।০৬। ২০২০ ইং রোজ শনিবার বিকাল ৪ঘটিকায় আশুলিয়ার বাইপাইলে এক জরুলী সভায় আয়োজন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটি উক্ত সভায় যুগ্ন সম্পাদক মোঃ সাহাদৎ হোসেন কে ভারপাপ্ত সাধারন সম্প।দক হিসাবে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়। পরে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়এ কমিটির মেয়াদ পনোর দিনের মধ্যে রিপোট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে । আইনের মাধ্যমে মুক্ত হইলে তাকে স্ব সম্মানে তার পদ বহাল থাকবে । উক্ত জরুলী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ সুরুজ বেপারী . সহ সভাপতি মামুন রানা .সহসভাপতি কামরুল হাসান .সহসভাপতি আলমগীর হোসেন. সাংগঠনিক সম্পাদক দিদার আলম.প্রচার সম্পাদক শাকিল আহমেদ .দপ্তর সম্পাদক সোহেল এবং আশুলিয়া থানা কমিটির সকল স্তরের নেএবৃন্ধু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!