Header Image

করোনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের বিশেষ আয়োজন অনলাইন কুইজ প্রতিযোগিতা।

 

আরিফ রববানীঃ

চলমান করোনা পরিস্থিতি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই বন্ধের কারণে শিক্ষার্থীরা যেন আগামীতে মেধায় পিছিয়ে না পড়ে সে লক্ষে শিক্ষার্থীদের জন অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহের মেধাবী ও দক্ষ জেলা প্রশাসক মিজানুর রহমান।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়
২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ডিজিটাল মেলা- ২০২০ চলমান থাকবে বলে জানা গেছে।

এ উপলক্ষে ময়ময়মনসিংহ জেলার ওয়েবপোর্টাল (www.Mymensingh.gov.bd) ভিজিট এর মাধ্যমে ডিজিটাল মেলার সকল আয়োজনে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। অনলাইন ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন কুইজ প্রতিযোগিতা ৩০ জুন ও ১ জুলাই দুপুর ১২.৩০ থেকে চলবে বলে জানিয়েছে ময়ময়মনসিংহ জেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে করোনা সচেতনতামূলক ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। করোনা দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ময়মনসিংহ সদরের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় ময়মনসিংহ সদরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ অংশ গ্রহন করে। যা জেলাব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি করেছে। গত ২৬ জুন শুক্রবার বিকাল ৫টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান এ বির্তক প্রতিযোগীতার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ময়মনসিংহ সদর ও ময়মনসিংহ বিতর্ক সংসদ এর সহযোগিতায় “শুধুমাত্র ব্যক্তিগত সচেতনাতেই মিলবে করোনা থেকে মুক্তি” বিষয়ে অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। করোনা কালীন সময়ে ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করার লক্ষে প্রানপণ চেস্টা চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা। শিক্ষা অনুরাগী এই ব্যক্তিত্ব তার আওতাধীন প্রত্যেকটি স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে এবং সরকারী নির্দেশক্রমে ছাত্র-ছাত্রীর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম তিনি অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেন। তাকে অনুশরণ করে এখন জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে অনলাইন ক্লাশ। এ বিষয়ে ময়মনসিংহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, বিতার্কিকরা স্বাভাবিক দিনগুলোতে সারাদেশে বিভিন্ন জায়গায় বিতর্ক করে। করোনার মহামারীতে তা আর সম্ভব হচ্ছে না। তাই ঘরে বসেই জোম আ্যপসের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞার উপস্থাপনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন, আশরাফ হোসাইন, উপজেলা চেয়ারম্যান সদর ময়মনসিংহ, মো. রফিকুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তা, ময়মনসিংহ, সুমন হাবিব সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ। এ প্রতিযোগীতায় বিজয়ী দল নির্বাচিত হয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ক্যাডেট ফাতেমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!