আরিফ রববানীঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথকে বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে এয়ারএ্যাম্বুল্যান্স যোগে ঢাকায় ল্যাবএইড স্পেশালাইড হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান । ডাঃ চিত্ত রঞ্জন ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভূগছেন। গত ২৯ জুন করোনা পরীক্ষায় ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথের পজিটিভ হয়। পরদিনে ৩০ জুন করোনা পরীক্ষায় তার স্ত্রী ডাঃ মঞ্জু রাণী দেবনাথের করোনা পজিটিভ হয়। অপরদিকে দিকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ( সিবিএমসিবি) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা মানজুরুল হকও করোনা পজিটিভ। অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথের নেতৃত্বে ঢাকার বাইরে একদিনে সর্বোচ্চ ১,২২২টি করোনার নমুনা পরীক্ষা করে দেশে রেকর্ড সৃষ্টি করেন। দেশে করোনা শুরু হওয়ার পর থেকে প্রতি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। গত ঈদুল ফিতরের দিনও অধ্যক্ষ ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথের নেতৃত্বে করোনার পরীক্ষা সম্পন্ন হয়।
এদিকে চলমান ক্রান্তিলগ্নে দেশের করোনা মোকাবেলায় এই সম্মুখ যোদ্ধা, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথের শারীরিক অবস্থা খারাপ দেখা দেয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাবএইড স্পেশালাইড হাসপাতালে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম. এ আজিজএর প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা। চিকিৎসক নেতৃদ্বয় করোনায় আক্রান্ত চিকিৎসক অধ্যক্ষদ্বয়, সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোগমুক্তি কামনা করেছেন।
কোভিড-১৯-এ আক্রান্ত করোনা সম্মুখযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: চিত্ত রঞ্জন দেবনাথের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থায় এয়ার এমবুল্যান্স এ করে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করণের নির্দেশনা প্রদান করায় মহিয়সী নারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।
একই সাথে তিনি চমৎকার সমন্বয়ের মাধ্যমে দ্রুত হেলিকপ্টার প্রেরণ করায় আর্মড ফোর্সেস ডিভিশনকেও ধন্যবাদ জানান। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন-আর্মড ফোর্সেস ডিভিশন এর সম্মানিত কর্মকর্তাগণের আন্তরিকতা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। সেই সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডা: মোহাম্মদ আবুল কালাম আযাদ ও আম ফোর্সেস ডিভিশন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য ময়মনসিংহ জেলা পুলিশ, ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষ,ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ময়মনসিংহ সিভিল সার্জন, ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: চিত্ত রঞ্জন দেবনাথের খুব শীঘ্রই সুস্থ হয়ে সকলের মাঝে আবারো ফিরে আসবেন -এটাই প্রত্যাশা করেন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।