ইসমাঈল হোসেন সোহাগঃ
শুভ আষাঢী পূর্ণিমা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয় চট্টগ্রাম লোহাগাড়া মাইজবিলা জয়নগর অগ্রবংশ বিহারে ।
০৪ (জুলাই) রোজ শনিবারে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া নিজ গ্রামে সমবেত প্রার্থনার আয়োজন করা হয় ।
এইসময় উপস্থিত বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনা করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ভগবান বুদ্ধের কাছে এই প্রার্থনা করি ।
এইসময় উপস্থিত ছিলেন সভাপতি, বাবু রনধীর বড়ুয়া (মাইজবিলা জয়নগর অগ্রবংশ বিহার পরিচালনা কমিটি )শ্যামল বডুয়া,সুমন বডুয়া,সোহেল বডুয়া,লিমন বডুয়া,বিকাশ বডুয়া, সৌরভ বডুয়া, নিউটন বডুয়ারকি বডুয়া , দুর্জয় বডুয়া, বিপন বডুয়া প্রমুখ ।