
আরিফ রববানীঃ
ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। দুর্ণীতি করলে কাউকেই তিনি ছাড় দেন না। তার প্রমাণ মিলেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আলোচিত ঘটনা কালভার্ট নির্মাণে বাঁশের ফালি দিয়ে কাজ করার ঘটনায়। ঘটনায় সত্যতা পাওয়ায় তিনি যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুপারিশ করলে তার সুপারিশে বহিষ্কার হন ফুলবাড়িয়ার রডের পরিবর্তে বাঁশ দিয়ে কালভার্ট নির্মাণ কাজের সাথে জড়িত দুর্ণীতির মহানায়ক মেম্বার মোহাম্মদ আলী।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুদারবন্দ নামে একটি দুর্গম এলাকায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-৩) আওতায় নির্মাণাধীন দুটি কালভার্টের একটিতে রডের বদলে বাঁশের ফালি দিয়ে কালভার্ট নির্মাণ করার ঘটনা তদন্তে প্রমানিত হওয়ায় এই ঘটনায় নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ আলীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ৭ই জুলাই ঘোষিত এক প্রজ্ঞাপনে ৪৬.০০.০০০০.০১৭.০০২.২০২০ (অংশ-১) ৬৩৪ নং স্মারকে এই আদেশ জারী করেন।
উল্লেখ-ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে (এলজিএসপি-৩) এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দ থেকে আছিম পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুটি প্রকল্পে সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২ লাখ টাকা বরাদ্দের এই কালভার্টটি ইউপি সদস্য মোহাম্মদ আলীর দায়িত্বে নির্মাণ কাজ পরিচালিত হলে এতে রডের পরিবর্তে বাঁশের ফালি দিয়ে নির্মিত হচ্ছে এমন সংবাদ বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই সেই ছবি ফেসবুকে পোস্ট করে নিন্দা ও প্রতিবাদ জানান।
বিষয়টি জানাজানি হওয়ায় খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থলে ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান ও ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক পরিদর্শন করতে গিয়ে ঘটনার সত্যতা পান।
পরে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান এব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করলে মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করেন। আদেশে বলা হয়- যেহেতু ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর বিরুদ্ধে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গী কান্দানিয়া রাস্তার কালীর চালা হইতে পান্নবাড়ির রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালীর চলা হইতে পান্না বাড়ির রাস্তায় খাপসার খালে ইউড্রেন নির্মান কাজে রডের পরিবর্তে ব্যবহার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার ধারা ইউনিয়ন পরিষদ ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সনীচীন নয় মর্মে সরকার মনে করে সেহেতু ইউপি সদস্য মোহাম্মদ আলী কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উক্ত সদস্যকে তার স্বীয় পদ হইতে সাময়িকভাবে বরখাস্ত করা হইল।
মেম্বারের দুর্ণীতি কে প্রশ্রয় না দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ময়ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ফুলবাড়িয়া এবং ময়মনসিংহ জেলা সকল পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।