
আরিফ রববানীঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদরের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে ভাবখালী ইউনিয়নের ৮টি জামে মসজিদে ও দুটি কবরস্থানের জন্য সোলার বিতরণ করেছেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন জাপা নেতা রমজান আলী। মঙ্গলবার দুপুর ১২টায় দড়িভাবখালী মধ্য নামাপাড়া জামে মসজিদ,বড়বিলা তালেব আলী মন্ডলের বাড়ী জামে মসজিদ,গোলাম আলী হাজী বাড়ী জামে মসজিদ,ইউনুছ চেয়ারম্যানের বাড়ী জামে মসজিদ,চকবন পাথালিয়া সরকার বাড়ী জামে মসজিদ, নারায়ন পুর তোরার মোড় বায়তুল তাকওয়া জামে মসজিদ,ওয়াহেদ আলী চেয়ারম্যানের বাড়ী জামে মসজিদ,সিডষ্টোর বাজার জামে মসজিদের মসজিদ কমিটি ও ইমামদের হাতে এই সব সোলার তুলেন সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত রমজান আলী। এসময় উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির নেতা জহুর উদ্দিন ম্যানেজার,৭নং জাতীয় পার্টির সভাপতি মাইন উদ্দিন,ইউপি সদস্য আজিজুল হক,কামাল উদ্দীন, সোলার প্রজেক্টের রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার সেলিম রেজা,সহকারী ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও একই সময়ে বেগম রওশন এরশাদ এমপির বরাদ্ধকৃত রিয়াজুল জান্নাত কবরস্থান ও দড়িভাবখালী সরকার বাড়ী পারিবারিক কবর স্থানের জন্য দুটি স্টিক সোলার বিতরণ করা হয়। এর আগে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্যে কামনাসহ করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।