Header Image

বদলির আগে ১০ টি প্রাণ বাঁচিয়ে আলোচনায় গৌরিপুরের বিদায়ী এসিল্যান্ড মাসুদ রানা।

 

আরিফ রববানীঃ

বদলী হওয়ার পুর্বে ঝুকিপুর্ণ গাছের কবল থেকে ১০টি প্রাণ রক্ষা করে মানুষের মাঝে আলোচিত হয়ে আছেন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানা। যে কারণে অনত্র বদলী হলেও তিনি উপজেলার বাসীর কাছে একজন মানবিক এসিল্যান্ড হিসাবেই এখনো সকলের মুখে মুখে আলোচনায় আছেন এসিল্যান্ড মাসুদ রানা। সুত্র জানায় -উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অর্ধডজন ঝুঁকিপূর্ণ গাছ মানুষের বসতভিটার উপরে ঝরে পরে ছিল ৪/৫ বছর যাবৎ। কিছুদিন আগে সে গাছগুলো মানুষের প্রাণ কেঁড়ে নেয়ার পরিস্থিতিতে পৌছালে গৌরিপুর উপজেলার সদ্য বিদায়ী এসিল্যান্ড মাসুদ রানা মানুষের জীবন বাঁচানোর জন্য সে গাছ গুলো গত ৪ঠা নভেম্বর ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী দ্রুতগতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে অপসারণ করে বিক্রি করে একদিকে সরকারি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন অন্যদিকে গাছের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী ১০টি প্রাণ বাঁচানোর সহযোগিতা করেছেন । এসিল্যান্ড মাসুদ রানা জানান-এ কাজে তাঁকে সহযোগিতা করেন গৌরিপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যর আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তিবর্গরা। গাছগুলো অপসারণের পর ভুক্তভোগীদের সাথে কথা বলেন এসিল্যান্ড মাসুদ রানা, এতে ভুক্তভোগীরা এমন মানবিক কাজে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এসিল্যান্ড মাসুদ রানার মেধায় প্রশাসনের এরুপ কাজ তাঁদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর ফলে তারা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়াও গৌরীপুরের সদ্য বিদায়ী এই সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তার সাহসী অভিযানে কড়েহা বিলের ৬.৮৭ একর খাস ভূমি ৫০ বছর পর অবৈধ দখলদারদের কবল থেকে দখলমুক্ত করে ব্যাপক আলোচনার স্থান দখল করে আছেন তিনি। বর্তমানে জেলার মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসাবে দায়িত্ব নিয়েছেন। মুক্তাগাছাবাসীর প্রত্যাশা গৌরীপুরের মতই মুক্তাগাছাতেও তার মেধাবী কর্মতৎপরতায় মানুষের পাশে দাড়াবেন এসিল্যান্ড মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!