Header Image

করোনা ঝুঁকিতে অসহায় মানুষের সেবা ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সোনারগাঁ এর ওসি মনির।

 

ষ্টাফ রিপোর্টার-

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। সময়ের পরিক্রমায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে সম্মুখে থেকে মুষ্টিমেয় কয়েকজন মানবসেবায় নিজেকে উজাড় করে দিচ্ছেন। তবে নারায়নগঞ্জে করোনা সবচেয়ে বেশী ছড়ালেও করোনা শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নিজের জীবনের ঝুকি নিয়ে মানবতার সেবায় দায়িত্ব পালন করছেন সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর সেই মার্চ মাস থেকে এখনও তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাননি। এমনকি গত রমজানের পর ঈদুল ফিতরের দিনও যেতে পারেননি পরিবারের কাছে।

পুলিশ সদস্যরা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সোনারগাঁ থানায় একাধিক উদ্যোগ নিয়েছেন ওসি মনিরুজ্জামান। থানার পুলিশ সদস্যদের মাঝে একাধিকবার সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লোবস ও পিপিই বিতরণ করেছেন। থানায় পুলিশ ছাড়াও অনেক মানুষের আনাগোনা থাকায় থানা ভবনের সামনে হাত ধোয়ার বেসিন স্থাপন করেছেন।

ওসি মনির শুধুমাত্র থানার পুলিশদের জন্য কাজ করেই ক্ষান্ত হননি। তিনি সোনারগাঁও এর অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। সরকারের তরফ থেকে যেসব খাদ্য সামগ্রী এসেছে তার সঠিক বণ্টনের ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। তার নির্দেশে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীন সকল পেশাশ্রেণীর মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়ম অনুসারে কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন ওসি মনিরুজ্জামান । এসব বিষয়ে ওসি মনির বলেন, পুরো বিশ্বে করোনা এখন মহামারি। এই মহামারি থেকে সোনারগাঁও বাসীকে দূরে রাখতে প্রধানমন্ত্রী, আমাদের নারায়ণ গঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে এবং বিশেষজ্ঞ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি, আগামীতেও করে যাব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!