
মোঃ আরিফ রববানী- ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য আবু বক্কর সিদ্দিককে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকা প্রেরন করা হয়েছে। ৯ ই জুলাই বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ্য হয়ে প্রথমে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি হলে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় ও কর্মীবান্ধব মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় তাকে এয়ার এম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক সাগর পূর্বে ও বর্তমান সময়ের জন্য চরাঞ্চলের জনগনের সকলের কাছে প্রিয় মুখ। চরাঞ্চলের গরিব-দুঃখী মানুষের মাঝে সকলের সুখে-দুঃখের পাশে থেকে মানুষের জন্য সেবা করা একমাত্র প্রিয় ব্যাক্তিটির নাম আবু বক্কর সিদ্দিক।যাকে সব সময় মাঠ পর্যায়ে দেখা যেত আওয়ামী রাজনীতিতে যে কোন মিছিল মিটিংয়ে হাজারো লোকের ভিড় জমে যেত সেই নবীন রাজনীতিবিদ এর ডাকে। চরাঞ্চলের মানুষ তাকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসতো। আবু বক্কর সিদ্দিক সাগর একজন সাদা মনের মানুষ। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে রাজনীতিতে দীর্ঘদিনে পদার্পণ। তার ন্যায় নীতি ও আদর্শকে চরাঞ্চলবাসী মুগ্ধ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে আবু বক্কর সিদ্দিক ময়মনসিংহ নগরীর ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে সাগর অল্প ভোটের জন্য পরাজিত হয়ে কাউন্সিলর হতে পারেন নি। তারপরও রাজনৈতিক মনোবল ছাড়েন নি সাগর, মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন গরীব দুখী মেহনতী মানুষের পাশে সব সময়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মানবিক মেয়র ইকরামুল হক টিটু’র সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় আবু বক্কর সিদ্দিক সাগর কে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়েছে। চরাঞ্চলবাসী আবু বক্কর সিদ্দিক এর অসুস্থতার কথা শুনে মহান আল্লাহ্ তায়ালার সাগরের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন।সেই সাথে মানবিক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে চরাঞ্চলবাসী উনার মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।