Header Image

গৌরীপুরের ভাংনামারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি ও ডিসি।

 

আরিফ রববানীঃ(ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বন্যা কবলিত এলকা সরাসরি সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ ও জেলা প্রশাসক মিজানুর রহমান।

বন্যায় ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গন ধরেছে,যার ফলে ইউনিয়নের কয়েকটি গ্রাম ভেঙ্গে গৃহহীন হয়ে পড়েছে কয়েক শতাধিক মানুষ, ভাঙ্গনের কারণে ঘরবাড়ী,স্কুল প্রতিষ্ঠান,পোল্ট্রি ফার্ম,গো ফার্মসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাচ্ছে। এমন খবর শুনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ ও জেলা প্রশাসক মিজানুর রহমান।

১৩ই জুলাই সোমবার ভাংনামারীতে ইউনিয়নের ভাটীপাড়া,উজান কাশিয়ার চর,খোদাবক্সপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক। এসময় সাথে ছিলেন-পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, ইউনিয়ন চেয়ারম্যান মফিজুন নূর খোকা। এসময় তারা ভাঙ্গন ঠেকাতে তড়িৎ গতিতে ব্যবস্হা গ্রহন সহ ক্ষতিগ্রস্ত দের সহায়তার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!