Header Image

জাতি একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তাকে হারালো। রওশন এরশাদ এমপি।

 

আরিফ রববানীঃ

দেশের শীর্ষস্হানীয় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

নুরুল ইসলাম (৭৪) আজ বিকেলে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৩ই জুলাই শুক্রবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,করোনা সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মত উদ্যোক্তার খুবই দরকার ছিল।তার মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

তিনি আরও বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্হান তৈরিতে নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা।তিনি মেধা,দক্ষতা,পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে শিল্প ও সেবা খাতে গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!