
আরিফ রববানীঃ
আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,করোনা সংক্রমন ঝুকি নিয়ন্ত্রণে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে পশুর হাট ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের লক্ষে ময়মনসিংহ জেলা করোনা ভাইরাস (COVID19) এর সংক্রমন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ই জুলাই শনিবার জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি) চেয়ারম্যান (সচিব) সুবীর কিশোর চৌধুরী। ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় জেলা কভিড কমিটির সকল সদস্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু , সিও আর্মি, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিনিধি, ময়মনসিংহ হাসপাতালের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,
সিও র্যাব ১৪, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিডিএলজি, ময়মনসিংহ, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলার সকল ইউএনও জুম এ যুক্ত ছিলেন।
উক্ত সভায় ঈদ উল আযহা কে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট স্থাপন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল, পশু কোরবানি দিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা, কোরবানির হাট ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক দিক আলোচনা করা হয়। পশুর হাট স্থাপনের জন্য জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। অনুমোদনবিহীন কোন পশুর হাট স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমগ্র জেলায় একই দিনে হাট বসানোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত নিবেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই তাদের নিকটবর্তী হাটে পশু ক্রয় এবং বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হবে। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে অতিরিক্ত লোক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। পশুর হাটের প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারিত থাকবে। জাল টাকা ও সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখতে র্যাবের ভিজিলেন্স টিম দ্বারা মনিটরিং করা হবে। পশু জবাই এর সময় স্যানিটাইজিং এর সকল ব্যবস্থা রাখতে হবে মর্মে আলোচনা করা হয়।