
আরিফ রববানীঃ(ময়মনসিংহ)
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে ও তার নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় ছাত্রসমাজ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে প্রয়াত সাবেক রাষ্ট্র পতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক সাব্বির হোসেন বিল্লালের ব্যবস্থাপনায় আয়োজনে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম গেইট এলাকায় জাতীয় পার্টির মরহুম চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
পল্লীবন্ধু এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় স্বরন সভার আয়োজন করা হলে সভাপতিত্ব করেন জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল। স্মরণ সভায় এরশাদের স্মতি চারণ করে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু,যুব বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া,জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সুহেল,ত্রিশাল উপজেলা ছাত্র সমাজের আহবায়ক শরিফ উদ্দীন,ছাত্র নেতা সুমন, মারফু,মিল্লাত, সুমন প্রমুখ।স্মরণ সভায় বক্তারা-পল্লী বন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করার মাধ্যমে পল্লীমাতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে পল্লী বন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন করা হলে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।