
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে জেলা জাতীয় তরুণ পার্টির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদ -এর ১ম মৃত্যু বার্ষিকী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জুলাই মঙ্গলবার বাদ জোহর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতির ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার ।এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান অতিথি মাহফিজুর রহমান বাবুল। তিনি বলেন স্বাধীনতার পর এদেশে যত উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয়েছে তার কারিগর মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন যত দিন এদেশ থাকবে ততদিন পল্লীবন্ধুর অবদান অবিস্মরণীয় ও স্মৃতি হয়ে থাকবে। এসময় তিনি প্রয়াত এই নেতার মৃত্যু বার্ষীকির দিনে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞানপন করেন। ময়মনসিংহের স্টার কমিউনিটি সেন্টারে বিকাল ৫টা জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদের ব্যবস্থাপনায় ও সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম ও একেএম স্বপন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মুনির চৌধুরী, সহিদ আমিন রুমি,আবুল কাশেম,সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক ইঞ্জিঃআকাশ প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।