মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, জনাব, আরিফুল ইসলাম ফালাক তার ব্যক্তিগত তহবিল থেকে খালিয়াজুরী সদরে তিনটি আশ্রয় কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী যুবলীগের আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য, আহাদনুর মিয়া, আরাধন দও রায়, অঞ্জন সরকার, ছাত্রলীগ নেতা আকির হোসেন।
খালিয়াজুরী উপজেলার যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্র নেতা, জনাব, আরিফুল ইসলাম ফালাক বলেন, দেশের কয়েকটি জেলা উপজেলা বন্যায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। বন্যা কবলিত মানুষের অন্যান্য সম্পদেরও ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। কিছু অঞ্চলে মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। আক্রান্ত হচ্ছে নানা ধরণের রোগ-ব্যধিতে। ওসব অঞ্চলে দেখা দিয়েছে শুকনো খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অভাব। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও।
এই মুহূর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বন্যার মত প্রকৃতিক দুর্যোগ সফল ভাবে মোকাবেলা করছে। তাঁর সঠিক নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলেও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণায়।
তিনি আরো বলেন, শুধু সরকারের সহযোগিতায় বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করা সম্ভব নয়। বন্যার্ত মানুষকে রক্ষা করতে সমাজের সব শ্রেণি পেশার মানুষকে প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বন্যা উপদ্রুত অঞ্চলে দেখা দিয়েছে শুকনো খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব।
সমাজের বিত্তবানসহ প্রত্যেকের কাছে অনুরোধ, আসুন আমরা সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। বন্যা উপদ্রুত অঞ্চলে কেউ যেনো এক বেলা না খেয়ে থাকে সেদিকে খেয়াল রাখি। যারযার এলাকায় বন্যার্ত মানুষের পাশে গিয়ে দেখুন, তাদের দুঃখকষ্ট বুজুন। আপনাদের সহযোগীতায় সচ্ছল থাকবে একেকটি পরিবার।
তার এই উদ্যোগের প্রশংসা করে অনেকেই, বলেন- উনার পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় বন্যার্ত মানুষের, দুঃখ, দুর্দশা অনেকাংশেই লাঘব হবে।