আরিফ রববানীঃ (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলার সদর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৯শে জুলাই) সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের একটি জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়। এতে উপস্থিত থেকে যৌথ ভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা প্রকৌশলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দীন,প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনিছুর রহমান কাজল ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম পরে দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজের গুণগত মান পরিদর্শন করেন।।