আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং ঈদুল আজহায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণসহ জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখছেন জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে ১৯শে জুলাই রবার রবিবার সকাল থেকে নগরীর গাঙ্গনর পাড় এলাকায় দিনভর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ স্বাস্থ্য বিধি না মেনে বাইরে চলাচল করোনা সংক্রমণ এর ঝুঁকি সৃষ্টি এবং রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে যান ও জনচলাচলে বিঘ্ন ঘটানো ও যানজট তৈরীর অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় তিনি স্বাস্থ্য বিধি না মানায় ৮মামলায় ২৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ম্যাজিষ্ট্রেট মাইদুল ইসলাম জানান- আসন্ন ঈদুল আজহায় চলমান মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলার মাধ্যমে সরকারী নির্দেশনা মোতাবেক মানুষকে সুস্থ্য রাখতে জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
করোনা প্রতিরোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।তিনি সরকারী নির্দেশনা মেনে চলে দেশের চলমান মহামারী প্রতিরোধে সরকার কে সহযোগিতা করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।