মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বন্যার পানি বেড়ে যাওয়ায় নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গেছে। হাওর এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। মানুষের এই দু:সময়ে এগিয়ে আসলেন, সরকারের ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার।
খালিয়াজুরী উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর পক্ষ থেকে।