
আরিফ রববানী,ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলাধীন ০৩ নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ।
শওকত আলী বুধবার (২২শে জুলাই) ভোরে ঢাকাস্হ সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২শে জুলাই বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,প্রয়াত শওকত আলী জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান যা অত্র ইউনিয়নবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
