Header Image

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন ৮০৩ জন নন এমপিও শিক্ষক, কর্মচারী।

 

আরিফ রববানীঃ (ময়ময়মনসিংহ)

করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষনাসহ শ্রমজীবি মানুষকে ঘরে থাকতে নির্দেশনা দেওয়া হলে এতে শিক্ষকসহ অসহায়,দরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। তাই এসব মানুষের মাঝে বিভিন্ন প্রোনোদনা ঘোষনা করেছেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার।

তারই ধারাবাহিকতায় ২২ জুলাই ময়মনসিংহ সদর উপজেলা হলরুমে সকাল ১১টায় সদর উপজেলায়
নন এমপিও শিক্ষক ও কর্মচারীদে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে উপজেলার মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল পর্যায়ে ৩৪টি ও কলেজ পর্যায়ে ২১টি মোট ৮০৩ জন। তার মধ্যে শিক্ষক ৬৪৩জন এবং কর্মচারী ১৬০জন নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে ৩৬ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,হিসাবরক্ষক কর্মকর্তা হাবিবা লিপিসহ সদর উপজেলার স্কুল,কলেজ, স্কুল ও কলেজর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!