Header Image

লোহাগাড়ায় আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন প্রফেসর ড.আবু রেজা মো: নেজামুদ্দীন নদভী এমপি

ইসমাঈল হোসেন সোহাগ,স্টাফ রিপোটারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীর বিক্রম এর নামে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।২৩ জুলাই”২০২০ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ আইসোলেশন সেন্টার এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জেয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি সরওয়ার কামাল, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, যুবলীগনেতা মিকরাজ উদ্দিন পিন্সু, ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম জুয়েল সহ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া ভয়ংকর মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর মোকাবিলায় বর্তমান সরকারের সহায়তার বৃহত্তর মানবিক প্রয়াসের একটি অংশ।এ “মেজর জেনারেল জয়নুল আবেদীন বীর বিক্রম আইসোলেশন সেন্টার” এটি আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টায় ও অর্জন”। এই আইসোলেশন সেন্টারের মাধ্যমে লোহাগাড়া উপজেলার করোনা রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে রাখার কারণে তাদের পরিবার ও এলাকা কম ঝুঁকিতে থাকবে। পরিশেষে তিনি বলেন, আপনারা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সচেতন রাখুন ও পরিবারকে সুরক্ষা রাখুন।

আইসোলেশন সেন্টার উদ্বোধনে ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ডাঃ মুহাম্মদ পারভেজ ফাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!