by SF News

স্টাফ রিপোটার:
জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতদিন ব্যাপী কর্মসূচির শেষদিন শুক্রবার দুপুরে শতাধিক গাছের চারা বিতরন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু’র সহযোগিতায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহানূর আলম শান্ত’র উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শফিকুল আলম শাহীন, ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মাহিন মুনতাসির রাজিব, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শামীম আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইফরান হোসেন তানিম, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক সিকদার মেহমুদ তন্ময় যুবলীগ নেতা সিরতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নাদিম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Post Views:
২৪,০০৮