Header Image

এড.ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাবেক আহবায়ক, বর্তমান জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা জজ কোর্ট এর পাবলিক প্রসিকিউটর (পিপি), প্রবীণ আইনজীবি, সর্বজন শ্রদ্ধেয় এড. ওয়াজেদুল ইসলাম ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি-
ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন)।

তাঁর মৃত্যতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এড মোয়াজ্জেম হোসেন বাবুল,

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- এড.ওয়াজেদুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ,
আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারি নেতা এক সাহসী রাজপথ যোদ্ধা। তার মৃত্যুতে আমরা মুজিব আদর্শের বিশ্বাসী সহযোদ্ধা একজন প্রিয় মানুষকে হারালাম,আওয়ামী লীগ হারাল একজন বঙ্গবন্ধুর একজন একনিষ্ট সৈনিককে।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!