Header Image

যুবলীগ নেতা আব্দুস সালাম সরকার শুভর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ।

 

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব আব্দুস সালাম সরকার শুভ তার ব্যক্তিগত উদ্যোগে খালিয়াজুরী কৃষ্ণপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে আজ (২৫ জুলাই) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রাথমিকভাবে ২০০ টি পানি বন্দি ও অসহায় দিনমজুর গরীব পরিবারের মাঝে বিতরণ করা হয় এ খাবার। খালিয়াজুরী উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব আব্দুস সালাম সরকার শুভ তার ব্যক্তিগত উদ্যোগ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলার চেয়ারম্যান ও খালিয়াজুরী উপজেলার আওয়ামীলীগের সভাপতি, জনাব, কিবরিয়া জব্বার। খালিয়াজুরী উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেব কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক বিশ্ব বিদ্যালয়ের উপাধ্যক্ষ জনাব, নাজিম উদ্দীন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সর্বসাধারণ জনগণ।

বন্যায় পানি বন্ধি কৃষ্ণপুর ইউনিয়নের অনেকেই জানান, বন্যায় পানিবন্দি অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি, ছেলে-মেয়ে নিয়ে খুব বিপদে আছি, আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।
ভুক্তভোগী একজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বেশ কয়েকদিন পানিবন্দি অবস্থায় আছি, আমরা এই দুর্দিনে যা পেয়েছি তা ভুলবার মত নয়।

উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আব্দুস সালাম সরকার বলেন, আমি আমার সাধ্যমত সহযোগিতা চেষ্টা করেছি, কিন্তু এটা পর্যাপ্ত নয়, সরকারের কাছে আমার দাবি এই এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে যেন দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করে।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠনকে এই দুর্দিনে অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। এই এলাকায় অনেক পরিবার এখনো পানি বন্দি অবস্থায় আছে, তাদের মাঝে ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ, এবং দেখা দিয়েছে চরম খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। গৃহপালিত পশুপাখি নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে অত্র এলাকার জনসাধারণ।
এখনই সময় অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!