জাহাঙ্গীর আলম,নেত্রকোণাঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযাহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসলাম উদ্দিন শান্তি।
ইসলাম উদ্দিন শান্তি বলেন আমি সমাজের সর্বস্তরের মানুষের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। ঈদুল আযাহা ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
কোন অসহায় ও দুস্থ কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।
শুভেচ্ছান্তে
মোঃ ইসলাম উদ্দিন শান্তি
সভাপতি ৪নং জারিয়া ইউনিয়ন যুবলীগ পূূর্বধলা নেত্রকোণা