Header Image

আশুলিয়ার ইউনিয়ন বাসী কে মোহাম্মদ আলী সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ।

মৃদুল ধর ভাবনঃ

পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন বাসীরপক্ষ থেকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলী সরকার আশুলিয়া বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউপির সদস্য মোঃ আলী সরকার দেশের সংকটাপন্ন সন্ধিক্ষণে মহামারী পরিস্থিতিতে সচেতনতা অবলম্বন করে পবিত্র ঈদুল আযহার ঈদ উদযাপন করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করেন ।

তিনি বলেন জীবনের চেয়ে বড় কিছু নয়। নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন।

সকলের জন্য দোয়া করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন। আল্লাহ সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন সুন্দর রাখুন। মনে রাখবেন ঈদে পরিবার-পরিজনের নিকটে যাইতে করোণা নিয়ে ফেরার চেয়ে একটা ঈদ স্বজন ছাড়া করা ভালো বলে মনে করি।ঈদ জীবনে বহুবার ফিরে পাবেন স্বজন ফিরে পাবেন না। তাই আসুন সচেতনতা অবলম্বন কিরি সামাজিক দুরত্ব বজায় রাখি।সুখি সুন্দর জীবন গড়ি।। ঈদ মোবারক,ঈদ মোবারক, ঈদ-মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!