Header Image

ময়মনসিংহ সদর উপজেলায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

আরিফ রববানীঃ(ময়মনসিংহ)

স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরি-করোনা বিস্তার রোধ করি, মাস্ক পড়ুন সুস্থ্য থাকুন,যদি সেবা নিতে চান মাস্ক পড়ে অফিসে যান,no mask no shopng সহ বিভিন্ন শ্লোগানে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায় একযোগে সমগ্র উপজেলা পরিষদের প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এসময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও পরিধান করতে সচেতন করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাজ্জাদুল হাসান , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, আফরোজা হক কলি,তৃর্ণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল বলেন-আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত,আপনারা মাস্ক পড়ে অফিসে আসুন,আমাদের সেবা গ্রহন করুন।মাস্ক ব্যবহার ছাড়া অফিসে আসলে সেবা বঞ্চিত হবেন জানিয়ে তিনি সকলকে মাস্ক ব্যবহার করে সেবা নিতে অফিসে যোগাযোগ করার আহবান জানান।
এছাড়াও উক্ত ক্যাম্পেইন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে। একই সাথে মাঠে রয়েছেন উপজেলার সেচ্ছাসেবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!