Header Image

সাভারে গরুর হাট উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে স্বস্থ্য বিধি মেনে সাভারে একটি গরুর হাট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৮জুলাই)দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় লাল ফিতা কেটে গরুর হাট উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান(এম পি)।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

ঢাকা আরিচা মহাসড়কের পাশে হওয়ায় এ গরুর হাটটিতে গরু বেচা কেনা শুরু হয়েছে। হাটটিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতারা সহজেই গরু বেচা কেনা করতে পারছেন।হাটটির ইজারাদার নিজাম উদ্দিন টিপু বলেন,স্বাস্থ্য বিধি মেনে এ হাটে কোরবানীর জন্য দেশী গরুর কেনা বেচার ব্যাবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!