Header Image

রংপুরে পাভেলের ইয়াবা সেবন,গ্রেফতারের দাবি এলাকাবাসীর

খায়রুল আলম রফিকঃ

রংপুর মহানগরীর ষ্টেশন রোড ঠিকাদার পাড়া মোড়ে অবস্হিত ”লালন আয়রন ষ্টোর” লোহার ব্যবসার আরালে চলছে মাদকের হোম ডেলিভারি সার্ভিস। লালন আয়রোনের প্রোঃ এর মেজ ছেলে পাভেল শেখ (২৫) সবাই ইয়াবা পাভেল নামে চিনে।
ইয়াবাসহ নানা ধরনের মাদক হোম ডেলিভারী দিচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। শহরের ‘লালন আয়রন ষ্টোর” দোকানটির সামনের দিকে লোহার সিট,আর পেছনের দিকে পাটিসন দিয়ে তৈরিকৃত ভি আই পি স্টালের অফিস যার মধ্যে বসে থেকেই সকল অবৈধ কর্মকান্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় আ,লীগের নেতা জালাল মিয়া জানান,পাভেল কিছুদিন ধরে তার দোকানে বসে ইয়াবা সেবন করছে আমরা প্রতিবাদ করলে পুলিশের ভয় দেখায়।
সামনে থেকে দেখে বোঝার কোন
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, আমরা নিয়মিত মাদকের অভিযান করছি। ভিডিও আমার নজরে আসে নাই,তার পরেও খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!