Header Image

আশুলিয়া বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ সুরুজ বেপারী

মৃদুল ধর ভাবনঃ

উৎসব. আনন্দ, আত্মত্যাগ ও আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের ঈদ ‘পবিত্র ঈদুল আযহা’। তবে আগে থেকেই বাসা বাঁধা করোনা ভাইরাস স্বাস্থবিধির মোড়কে ঈদের আনন্দকে করে রেখেছে আবৃত।
আর এই স্বাস্থবিধির মোড়কে আবৃত হয়েই সকলকে ঈদুল আযহা উৎযাপন করার আহবান জানিয়ে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। দৃঢ় প্রত্যয়ী একজন সুন্দর মনের মানুষ। শত শত নেতা-কর্মীদের প্রেরণার একটাই নাম জনাব সুরুজ বেপারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি । প্রতিবারের ন্যায় এবারও আমি গরিব অসহায় মেহনতি মানুষদের নিয়েই ঈদুল আযহা উৎযাপন করবো।
আল্লাহ’র সন্তুষ্টির জন্য কোরবানির মাধ্যমে ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে সকলকে।
ত্যাগের মাধ্যমে নিজেকে আত্মসমর্পণ করলেই ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। এই ত্যাগের ফলস্বরূপ পৃথিবী ও মানব জাতী পুরস্কৃত হোক। করোনা মুক্ত হোক পৃথিবী ও পৃথিবীর মানুষ। স্বাস্থবিধি মেনে এবার উৎযাপন হোক ঈদ । সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন । “””””””ঈদ মোবারক””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!