Header Image

ত্রিশালে ঈদের দিনে গরীবের মুখে হাসি ফুটাইলেন মেয়র আনিছ।

 

আরিফ রববানী-(ময়মনসিংহ)

ময়মনসিংহের গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে
কোরবানির মাংস বিতরণ করে গরীবের মুখে হাসি ফুটালেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তিনি ঈদের দিন শনিবার দুপুরে প্রখর রোদের মধ্যে পৌরসভা ও উপজেলায় বসবাসরত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস পৌছে দেন। এর আগে তিনি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রীও প্রদান করেন। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এলাকার গরীব মানুষদের জন্য মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছের এ ধরনের মানবিক কাজকে প্রশংসা করেছেন এলাকাবাসী। ঈদের দিন কুরবানির মাংস হাতে পেয়ে অসহায় গরীব মানুষগুলো খুশীতে মেয়র আনিছের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!