মোঃ আল-আমিন ,গাজীপুর :
গাজীপুর মহানগরের দক্ষিণ তেলিপাড়া এলাকা থেকে একাধিক ছিনতাই মামলার আসামী লিটন মিয়া লিটন এলাহী অরফে লেবুর (২৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লেবু জামালপুরের বকশীগঞ্জে রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় একটি ভাড়া বাসা থেকে রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান. স্থানীয়দের খবরের ভিত্তিতে মহানগর দক্ষিণ তেলিপাড়া এলাকা হতে লিটন এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতের গলায় একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লিটনের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান ওসি।