Header Image

ধীর গতীতে নামছে গাজীপুরের বন্যার পানি

মোঃআল-আমিন, গাজীপুর :

গাজীপুরের তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি কমতে শুরু হলেও তা ধীরগতি। এখনো,টঙ্গী এলাকা ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল, রাস্তাঘাট ও হাট-বাজার পানিতে ডুবে রয়েছে।

ডুবে গেছে কালিয়াকৈর বাজারের প্রধান সড়ক । এতে দুর্ভোগে পড়েছে সাধারন চলাচল কারীরা ।

ইতিমধ্যে ৮ টি বন্যা আশ্রয়ন কেন্দ্রে ১১২ টি পরিবার আশ্রয় নিয়েছেন । বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কটে রয়েছে এসব আশ্রয় কেন্দ্রের বানবাসীরা মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!