আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের দিক- নির্দেশনায় জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ । গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
৭ই আগষ্ট শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)জানান- মাদকের বিরুদ্ধে জিরো ট্রালারেন্সনীতিতে কাজ করছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। সেই ধারাবাহিকতায় ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার ত্রিশালের কোনাবাড়ী থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মাসকান্দা নয়াপাড়ার ইন্নছ আলীর ছেে বিল্লাল হোসেন। সে ত্রিশালের কোণাবাড়ি শ্বশুরবাড়ি থেকে মাদক ব্যবসা করছিল। অপর অভিযানে এসআই অজয় কুমার চক্রবর্তী জেলা সদরের চুরখাই থেকে ২০ গ্রাম হেরোইন সহ মাদক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, চুরখাইয়ের হুমায়ন কবির ও ফুলপুরের স্বপ্না আক্তার। এছাড়া এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার জেলা সদরের চরভবানীপুর থেকে ৭৫০ গ্রাম গাঁজা সহ মাদক তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, সিরতা কোণাপাড়ার আরিফ হোসেন, চর ভবানীপুর মধ্যপাড়ার রহিম উদ্দিন ও তারাকান্দার মাসুদ মিয়া। তাদের নামে পৃথক মামলা হয়েছে। ডিবি ওসি শাহ কামাল জানান, শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন-মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে, সে লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।